দর্পন প্রতিনিধি: ‘‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মিলে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আজ বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসাইন প্রমুখ।
Be Fir to Comment