“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান ” এই শ্লোগানে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ (২৭ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুম উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, মোঃ নিজাম উদ্দিন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদ আলম,পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শহীদুল ইসলাম আঙ্গুর এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়নে সঠিক তথ্য সম্বলিত পরিসংখ্যান অপরিহার্য।
Be First to Comment