শেরপুর জেলা সদর এর পৌরসভার ৮ নং ওয়ার্ড দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ — দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা । এই সংস্থার মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে তোলা, যেখানে সবাই সামর্থ্য অনুযায়ী সময় ও শ্রম দিয়ে মানুষের উপকারে আসবে।
সংস্থাটির আত্মপ্রকাশ হয়েছে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা, রক্তদান, বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, জনসচেতনতামূলক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে।
বর্তমানে সংগঠনের সক্রিয় সদস্য সংখ্যা ৩০ জন।
প্রত্যেকে নিজ উদ্যোগে নিজ নিজ এলাকাতেই কাজ করছেন।
নতুন সদস্য হতে ইচ্ছুক কেউ চাইলে নির্ধারিত যাচাইকরণ ও সম্মতিপত্র পূরণ করে সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন।
সম্প্রতি উদ্বোধনী দিনে প্রতীকীভাবে সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয় এবং সবাই মিলে অংশগ্রহণ করেন পশ্চিমপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ পরিষ্কার অভিযানে। মসজিদ প্রাঙ্গণ, বারান্দা ও ওজুখানা পরিষ্কার করেন সকালের শুরুর দিকেই। স্থানীয়দের প্রশংসা ও স্বতঃস্ফূর্ত সমর্থনে এ কর্মসূচি ইতিবাচক অনুপ্রেরণায় রূপ নিয়েছে।
উদ্বোধনী দিনেই সংস্থার একজন সদস্যে তুসান হাসান নাজিম এর মাধ্যমে সফলভাবে একটি O+ গ্রুপের জরুরি রক্তদান সম্পন্ন হয়েছে শেরপুর শহরের প্রযুক্তি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এ । অসহায় রোগীর পাশে দাঁড়ানোর মাধ্যমে সংস্থার মানবিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
Be First to Comment