দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও সাহোদকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক উল্লাহ খানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, সহকারি শিক্ষা অফিসার মোহা. খুরশেদ আলম, মোঃ শাহীন মিয়া, রিমু আক্তার, ফাহমিদা ইয়াসমীন, গীতা রানী। এতে উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহন করেন।
প্রধান শিক্ষক মো. রফিক উল্লাহ খানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হাসান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফললুল হক বাবুল, পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মোহাম্মদ মহীর উদ্দিন, লাঙ্গলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নয়ন মিয়া, কেকেগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা আক্তার, খলিশাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর নাহার প্রমুখ।
Be Fir to Comment