ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)-এর উদ্যোগে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
“গাছ লাগালে বাঁচবে দেশ, ফুল ফসলের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আজ ১৯ জুন বুধবার দুপুরে উপজেলার নারায়নডহর উচ্চ বিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্থানীয় জনগন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছে গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং পিডিএস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী এস এম সায়েদুর রহমান শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র এবং ডুপসা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমানে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজ।
বক্তারা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বৃক্ষের পরিচর্যা ও এর তাৎপর্য বর্ণনা করেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। সাধারণত জুন-জুলাই মাস অর্থাৎ বাংলাদেশে বর্ষাকালই বৃক্ষ রোপণের উপযুক্ত মৌসুম। সেজন্য ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস বিবেচনায় জুন মাসেই প্রথমবারের মতো এ কর্মসূচি পালন করা হচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করেন সংগঠনটির সদস্যরা।
আলোচনা শেষে নারায়ণডহর উচ্চ বিদ্যালয় মাঠে জামগাছ ও মেহগনি চারাগাছ রোপণ করা হয়।
সংগঠনটির সভাপতি জোবায়েদ হাসান অভি এবং প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে জাম, কাঁঠাল ও মেহগনি প্রজাতির প্রায় তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মারুফ বিল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২৫/৩০ জন শিক্ষার্থী।
Be First to Comment