রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ডাকসু ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আজ (১১মে) শনিবার সকালে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
একাডেমিক পড়াশোনার পাশাপাশি পেশাজীবনে সফলতা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে ছাত্রছাত্রীদের অধিকতর উদ্যমী ও পরিশ্রমী হওয়ার জন্য আহবান জানান বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের প্রায় অর্ধশত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার ও অনুষ্ঠানের উদ্বোধক শারমিন জাহান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মুহাম্মদ কামাল হোসন।
সংগঠনের সভাপতি জুবায়ের হাসান অভি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সার্বিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজ।
তারুণ্যের দুঃসাহসিক অভিযাত্রায় অদম্য মেধাবীদের এই আয়োজনে পেশাগত সাফলতা অর্জনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও আত্মনির্ভরশীল সমাজ বিনির্মানের লক্ষ্যে এই আয়োজন সত্যিই আশাজাগানিয়া ও অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন বক্তারা।
বিসিএস এবং বিজেএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার উপর বিষয়ভিত্তিক পর্যায়ক্রমিক আলোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক এবং সুপারিশপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন লিমন এবং ৪৩তম বিসিএসে কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাহিদুল ইসলাম নাহিদ। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রশ্ন-উত্তর পর্বে বিভিন্ন জিজ্ঞাসার ব্যাখ্যা প্রদান করেন এই দুই আলোচক। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী।
ভাগ্যোন্নয়নের লক্ষ্যে আত্মোপলব্ধি ও মননশীলতা চর্চার মাধ্যমে মেধার বিকাশ এবং সুকুমার চেতনাকে জাগরূক ও শাণিত করার লক্ষ্যে এমন দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার বলে অভিমত প্রকাশ করেন অতিথিবৃন্দ।
সকালে ঢাকায় বৃষ্টিপাতের কারণে পূর্বনির্ধারিত অনুষ্ঠান বেলা ১১ ঘটিকায় শুরু হয়ে দুপুর ২ ঘাটিকা পর্যন্ত চলে। বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হলেও দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। উপস্থিত ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যায়। এসময় প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংগঠনের পক্ষ থেকে পরামর্শমূলক সেমিনার আয়োজনের দাবি জানান তারা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামীতে আরও বড় পরিসরে ক্যারিয়ার ফেস্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ডুপসা’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপদেষ্টামন্ডলীর সদস্যরা।
আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী এবং অতিথিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
Be First to Comment