দর্পন ডেস্ক: নেত্রকোণার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬৬) এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার বারধার-ভিতরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন জানান, আজ সকালে ঢাকা থেকে জারিয়াগামী ৪৯ নং বলাকা কমিউটার ডাউন ট্রেনটি বেলা ১১টার দিকে পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর পথিমধ্যে বারধার ভিতরগাঁও নামক স্থানে ওই বৃদ্ধা ট্রেনের ধাক্কায় ঘনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে তিনি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
Be First to Comment