নেত্রকোনা জেলা ছাত্রলীগের আওতাধীন ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) পূর্বধলা সরকারী কলেজ গেইটে সকাল ১১ টায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়
প্রতিবাদ সমাবেশে পূর্বধলা সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রাসেল, ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, উপজেলা ছাত্রলীগের সদস্য ইয়াসিন আরাফাত টিপু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দ।
Be First to Comment