পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল পূর্বধলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক ” রাশেদ কুদ্দুছ খান (সুজন) । তিনি এক শুভেচ্ছা বার্তায় সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
তিনি বলেন বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর আনুগত্য অর্জনের শিক্ষা দেয়। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। ঈদ সকলকে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
বিশেষ এই দিনে আমি পূর্বধলাবাসীসহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যেন, সিয়াম সাধনা’র মাধ্যমে আমাদের অন্তর বিকশিত হয়। সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ” ঈদ মোবারক “
Be First to Comment