নেত্রকোণা পূর্বধলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০৩ এপ্রিল) উপজেলা মোস্তাফা কমিউনিটি সেন্টার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, রমজান শীর্ষক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা শাখার সভাপতি রাজীব হোসেন। সঞ্চালনায় এ.কে.এম. মনোয়ার হাছান, প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটি সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি স্বপন কুমার তালুকদার।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন উপজেলা কালডোয়ার নূরে মদিনা আব্বাসুউলুম কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ তরীকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাহমিদা ইয়াসমিন ও গীতারানী সরকার।মোতাহার হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পূর্বধলা উপজেলা শাখা। নুরে আলম সিদ্দিকী মামুন, সহকারী প্রধান শিক্ষক, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। জুলফিকার শাহীন, সভাপতি পূর্বধলা প্রেস ক্লাব । এমদাদ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। মোহাম্মদ আলী জুয়েল, প্রভাষক পূর্বধলা সরকারি কলেজ। রুহুল আমিন জুয়েল, সভাপতি পূর্বধলা সাংস্কৃতিক পরিষদ। শাহিনুর রহমান বাবলু, সহ-সভাপতি নেত্রকোনা জেলা ছাত্রলীগ । আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সকালের সময়ের পূর্বধলা উপজেলা প্রতিনিধি। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ,সুধিজন, গণমাধ্যমকর্মীগণ সহ উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক রোজাদার ব্যাক্তিবর্গ ।
ইফতারের আগে সকল মৃত শিক্ষকগণের আত্মার মাগফিরাত, অসুস্থ শিক্ষকদের জন্য সুস্থ্যতা কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Be First to Comment