নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০৩ এপ্রিল) পূর্বধলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: রুহল আমিন। সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নেত্রকোণা জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন খান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা শাখার সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাবেক সভাপতি জাকির আহমেদ খান কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, উপজেলা শাখার সভাপতি খোদাদাৎ শাহ্ ফকির, বাংলাদেশ প্রাঃ শিঃ সমিতি উপজেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ ফজলুল হক বাবুল, বাংলাদেশ প্রাঃ শিক্ষক সমিতি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া সিনিয়র। মৌদাম সিসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক বাবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসানুজ্জামান রাফি, নেত্রকোণা জেলার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মুকুল কায়সার আকন্দ, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম প্রমুখ। এছাড়া উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ,সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ-সময় বক্তব্য রাখেন- শিক্ষক হোগলা সঃ প্রাঃ বিদ্যালয় মোঃ মাকসুদুল আলম প্রধান, মৌদাম সঃ প্রাঃ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহ্ আলম শিপন।
ইফতারের আগে দেশ ও সকল শিক্ষকদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন হাফেজ মো: ইদ্দিস মিয়া।
এ সময় উক্ত সংগঠনের সভাপতি মো: রুহল আমিন বলেন, আমরা এই রমজানে সবাই সবার জন্যে দোয়া করব। আমরা সকল হিংসা-বিদ্বেষ ভুলে এক হয়ে কাজ করব। তাহলেই আমরা আমাদের কাজ দ্বারা দেশ ও জাতির কল্যাণ করতে পারব।
Be First to Comment