বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি মো. শাহিনুর রহমান বাবলুর উদ্যোগে নেত্রকোণার পূর্বধলা কলেজ রোড এলাকায় আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) মাদরাসাতুল কুরআন ইসলামিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ, নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য করেন মুহাম্মদ রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা, মোহাম্মদ আলী জুয়েল, প্রভাষক, পূর্বধলা সরকারি কলেজ, সাংবাদিক মোস্তাক আহমেদ, মো. শাহিনুর রহমান বাবলু প্রমুখ।
এ সম্পর্কে মো. শাহিনুর রহমান বাবলু বলেন, ‘কয়েক বছর ধরে নিজ এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি। এ বছর একটু ব্যতিক্রম করে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও এলাকার গণ্যমান্য নেতাদের নিয়ে পুরস্কার বিতরন করা হয়েছে। ছোটবেলা থেকেই আমি মানবসেবায় বিশ্বাসী। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পছন্দ করি। সেখান থেকেই আমার এ উদ্যোগ।
মাদরাসাতুল কুরআন পূর্বধলার পরিচালক হাফেজ শেখ ফয়জুল্লাহ সাইফি অনুষ্ঠানটি পরিচালনা করেন।
Be First to Comment