Press "Enter" to skip to content

খলিশাপুর ঈদগাহের নতুন কমিটি ঘোষণা

নেত্রকোণা জেলার পূর্বধলার ঐতিহ্যবাহি খলিশাপুর ঈদগাহের ৫বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খলিশাপুর পূর্বপাড়া গ্রামের শাহ্ মোহাম্মদ আলী আজাদ মিল্টনকে সভাপতি এবং বন্দেরপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম লিটনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়েছে।

জানাযায়, গত শুক্রবার ১মার্চ বিকেলে উপস্থিত মুসল্লীদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয়রা জানান, সভাপতি এবং সাধারন সম্পাদক উভয়েই ধর্মীয় ও সমাজের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম করেন। তাদের দায়িত্ববোধ ও কর্তব্যবোধ বিবেচনায় রেখে তারা এ মতামত প্রদান করেন। যাতে করে এই ঐতিহ্যবাহি ঈদগাহ মাঠের উন্নতি আরও দৃঢ় হয়।

কমিটি নির্বাচনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাহা উদ্দিন খোকন। তিনি আশা করেন নতুন কমিটি ঈদগাহের ও এলাকার মুসল্লীদের উন্নয়নে কাজ কারবে।

সভাপতি মিল্টন ও সাধারন সম্পাদক লিটন বলেন, আমাদের উপর যারা বিশ্বাস ও আস্থায় এই দায়িত্ব অর্পন করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আমাদের দায়িত্ব পালনে সবসময় চেষ্টা করবো। এছাড়াও এই ঈদগাহের মুসল্লীদের নিয়ে আগামী ১মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

উল্লেখ্য, প্রায় শতবর্ষী এই ঈদগাহে ১৭টি পাড়ার মুসল্লীরা ঈদের জামাতে নামাজ আদায় করেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.