নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় একযোগে উপজেলার ৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবগুলো কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খবিরুল আহসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক জানান, উপজেলার ৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬শ ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ হাজার ৬শ ৬৬ জন। ২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। সাধারণ এসএসসিতে ১ হাজার ৩১৬ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন, দাখিলে ২শ ৬৩ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন এবং এসএসসি ভোকেশনাল বিভাগে ১শ ১০ জন পরীক্ষার্থীর ১৩ জন অনুপস্থিত রয়েছে। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবকদের উৎকণ্ঠা নিয়ে ভীড় জমাতে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, সবগুলো কেন্দ্র ঘুরে দেখেছি। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুন্দর সন্তোষজনক পরিবেশে পরীক্ষা হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। শান্তিপূর্ণভাবে উপজেলায় নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Be First to Comment