নেত্রকোনার পূর্বধলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২ দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার এর সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকৌশলী সাদিকুর জাহান রিদান, পূর্বধলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন প্রমুখ । এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল বসেছে। এবারের বিজ্ঞান মেলায় স্মার্ট ভিলেজ, স্মার্ট সিটি, আলট্রা মডার্ন বাংলাদেশ, ডিজিটাল স্মার্ট সোলার সিস্টেম , স্মার্ট স্কুল, গ্রীন হাউসে সিটি ভূমিকম্পের সতর্কতামূলক যন্ত্রসহ বিভিন্ন ধরনের উদ্ভাবনী, স্টলগুলোতে স্থান পেয়েছে। উদ্বোধনের পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Be First to Comment