নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে পাগলপন্থি নেতা করম শাহ, টিপু শাহ ও ছপাতি শাহ’র সমাধি রয়েছে। ঐতিহাসিক আধ্যাত্মিক নেতাদের সমাধিকে কেন্দ্র করে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুসারীরা সমবেত হন। এসময় কয়েকদিন ব্যাপী ওরশ, দোয়া ও মেলার আয়োজন করা হয়। এ মেলায় গৃহস্থালী নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাবার সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের সমারোহ হয়। প্রতি বছরের মতো এবছর ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত শুরু হয়েছে ৭দিন ব্যাপী ২৯৩তম ওরশ শরীফ।
২৫ জানুয়ারি ওরশ শরীফের ৩য় দিন সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, এখানে মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর বসেছে প্রকাশ্যে। জানা যায়, সকল প্রকার মাদকদ্রব্যই পাওয়া যায় এ মেলায়। নেশাখোরদের দেখলেই মনে হয় মেলা প্রাঙ্গণ যেনো নেশার স্বর্গরাজ্য ও নিরাপদ স্থান।
দলে দলে আস্তানা বা জটলা বানিয়ে সেবন করছে মাদক। বাতাসে বইছে গাজার গন্ধ। মেলাকে গাজা সেবনকারীর মিলনমেলা হিসেবে অনেকেই মন্তব্য করছেন। গানের আসরের পাশেই রয়েছে জুয়ার আসর। তরুনেরাই ভীড় করছে এখানে। জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, স্থানীয় চাঁদা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদেরও তারা চাঁদা দেন। এতে করে কেউ তাদের বিরক্ত করে না।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ”গাজা সেবন ও জুয়ার বিষয়টি সম্পর্কে আমি জানতাম না। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।”
উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান বলেন, ওরশের ব্যাপারটি জানলেও গাজা ও জুয়ার আসর সম্পর্কে অবগত নই। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Be First to Comment