নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে’র দুইটি ভবনের নামফলক আজ (৪ নভেম্বর) শনিবার দুপুরে উন্মোচন করা হয়েছে।
পূর্বধলা সরকারি কলেজে’র প্রতিষ্ঠাকালীন সময়ের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নামে, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম অডিটোরিয়াম ও উপাধ্যক্ষ আব্দুল মালেক নামে ১টি ভবনের নামকরণ করা হয়েছে। পরে প্রিন্সিপাল সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে পূর্বধলা সরকারি কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনে’র সভাপতিত্বে প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেলে’র উপস্থাপনায় নামফলক সভার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা ঢাকা বোর্ডের সহকারি পরিচালক সাদেক আহমেদ খান, বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক এমদাদুল হক বাবুল,মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক নিউটন সরকার প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী রেডক্রিসেন্ট, স্কাউট, অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Be First to Comment