“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় শনিবার ( ০৪ নভেম্বর) বেলা ১১ঘটিকায় ৫২তম সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। এতে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ। উপজেলা পর্যায়ে মৎস্যজীবী ক্যাটাগরীতে জাতীয় সমবায় সমিতি ২০২২ শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্বধলা রাজধলা বিল সমাজভিত্তিক মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ও আশার আলো মহিলা সমবায় সমিতি লিঃ। অনুষ্ঠানে বিভিন্ন সমিতি অংশ গ্রহণ করে। সভায় বক্তারা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমবায়ীদেরকে আরো সততা, নিষ্টা ও আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
Be First to Comment