ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা) এর উদ্যোগে গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে নবীন বরণ, কৃতি সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সচিব এ.টি.এম কামরুল ইসলাম তালুকদার, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাজমা বেগম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মিছবাহুজ্জামান চন্দন, লে. কর্নেল হাফেজ জোনায়েদ আহমেদ, ঢাবির সহকারী রেজিস্ট্রার ও ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা শারমিন জাহান, সহযোগী অধ্যাপক ড.কামরুজ্জামান শামীম, ডিভিসি নিউজের মাসুদ ইবনে আইয়ুব কার্জন, সহকারী কর কমিশনার আব্দুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান রুমন, সহকারী পুলিশ কমিশনার স্নেহাশিষ কুমার দাস, ওসি ইয়াসির আরাফাত খান লেনিন।
এর পূর্বে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পূর্বধলা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল ও স্মারক দিয়ে বরণ করা হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করে চাকুরিতে প্রবেশ করেছেন তাদেরকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৪১ তম বিসিএস প্রশাসনে সুপারিশপ্রাপ্ত সারোয়ার জাহান শামীম, পরিবার পরিকল্পনা ক্যাডার মারুফা আক্তার, পিটিআই পরীক্ষন বিদ্যালয়ের শিক্ষক তানভীর আহমেদ লোটাস, সময় টেলিভিশনের যুগ্ম-বার্তাকক্ষ সম্পাদক শামীমা নাসরিন শাম্মী, উপ-পরিদর্শক মোশারফ হোসেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুরুল আমিন খান রিয়াদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মো. মাসুদ মিয়া প্রমুখ। অতিথিরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারন ও পূর্বধলা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং যেকোনো প্রয়োজনে ছাত্রকল্যাণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রনি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান আর আবৃত্তিতে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন সংগঠনের সদস্যরা।
Be First to Comment