নেত্রকোণার পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন। শনিবার সপ্তমীর দিনে তিনি উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে যান এবং পূজা কমিটির লোকজন ও পূজারীদের সাথে কথা বলেন। এ সময় তিনি উপজেলার ধলামুলগাঁও, জারিয়া, হোগলা, আগিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য লোকজনদের সাথে পুজার, নিরপত্তাসহ সার্বিক খোঁজ খবর নেন এবং পূজামন্ডপে আর্থিক অনুদান তুলে দেন। পরিদর্শনের সময় উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও তার সাথে ছিলেন। এতে পূজাপরিদর্শন যেন নির্বাচনী শোডাউনে পরিনত হয়। পরিদর্শন পথে উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের বাশাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথ সভায় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। পথ সভায় যোগ দেন তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নাদীয়া বিনতে আমিন সিআইপি। তিনি কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন।
পূজা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কফিল উদ্দিন, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাঈদ খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর, যুবলীগ নেতা আকাইদুল ইসলাম রুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: শাহদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি প্রমুখ।
Be First to Comment