নেত্রকোনার পূর্বধলায় সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে ৫শ’ গ্রাম গাঁজাসহ মদিনা খাতুন (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত মদিনা উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন, এএসআই ইসমাইল হোসেন, এএসআই আমিনুল ইসলাম খোকন ও কনস্টেবল নূরুন্নাহারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ মদিনা খাতুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।
Be First to Comment