নেত্রকোণার পূর্বধলায় চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার পলাতক একই পরিবারের ৫ আসামীদের গ্রেফতার করেছে র্যাব ১৪ সিপিএসসি এর আভিযানিক একটি দল। গ্রেফতার কৃত আসামীরা হলেন, উপজেলার আগিয়া ইউনিয়নের মৃত বদির উদ্দিনের ছেলে আক্কাস আলী (৬৫), আক্কাস আলীর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (২৩), মোঃ রিফাত (২০), মেয়ে মোছাঃ পপি আক্তার (২০), স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন (৫৫)।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান সনাক্তের মাধ্যমে র্যাব ১৪ এর চৌকস একটি আভিযানিক দল ৩ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটায় ঢাকার তুরাগ থানা এলাকা থেকে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে সকালে র্যাব ১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২৭ আগষ্ট রবিবার সন্ধ্যায় নিহত ইদ্রিস আলী মাগরিবের নামায পড়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা আসামীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা ও এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আসামীদের নাম উল্লেখপূর্বক এজহারনামীয় ৯ আসামী ও অজ্ঞাত ৩/৪ আসামীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে র্যাব ১৪ এর ময়মনসিংহের অধিনায়ক মুহিবুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে পূর্বধলা থানায় হস্তাহন্তর করা হয়েছে।
Be First to Comment