নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা (৬১) এর মৃত্যু হয়েছে। গত বুধবার বাড়হা জেলেপাড়ায় এলাকায় ময়মনসিংহগামী ২৭১ আপ ট্রেনের ধাক্কা লেগে আহত হয়। এরপর খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে পূ্র্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পূ্র্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। যেহেতু রেললাইনের ওপর ঘটনা ঘটেছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।
উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন জানান, পূর্বধলা থানার ওসি বিষয়টি জানিয়েছেন। পূ্র্বধলা থানা পুলিশ লাশটির সুরতহাল করে, নিহত বৃদ্ধার মাথায় জখমের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের পাঠানোর প্রস্তুতি চলছে।
Be First to Comment