নেত্রকোনার পূ্র্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুর ঘাটা বোয়ালী খালে নিখোঁজের ১৭ ঘন্টা পর আব্দুল হালিম খান (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকাল ৭ ঘটিকায় জারিয়া ইউনিয়নের বালুর ঘাটা বোয়ালী খাল এলাকা থেকে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। আব্দুল হালিম খান পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের রামকান্দা গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হালিম খান গত শনিবার বেলা দুইটার দিকে নৌকা দিয়ে ইলিয়াস খানের ইটের খলা থেকে ইট আনার সময় ঘাটে রাখা নৌকাটি বাতাসে ভেসে যায়। ভেসে যাওয়া নৌকাটি আনতে গেলে নৌকা বাতাসে ভেসে যেতে থাকে এবং সে পিছন দিক থেকে ভেসে যাওয়া নৌকাটি ধরতে চেষ্টা করে। এরপরেই হঠাৎ করে সে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন শুধু নৌকাটিকে ভাসতে দেখে অনেক খোঁজাখুঁজির পর পূর্বধলা ফায়ার স্টেশন ও পূ্র্বধলা থানার পুলিশকে খবর দেয়। পরে পূর্বধলা ফায়ার স্টেশনের একটি ইউনিট ও ডুবুরি দল এবং স্থানীয় লোকজন জাল ফেলে প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান না পেয়ে শনিবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত করে।
রোববার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন বালুর ঘাটা বোয়ালী খাল এলাকা থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে যুবকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Be First to Comment