দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ছেয়ে গেছে সোনালি ধানে। দুর্যোগে সে ধান নষ্ট হওয়ার আগেই ঘরে তুলতে হবে। শ্রমিক সংকটে অল্পসময়ে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা।
প্রায় প্রতিটি জেলা-উপজেলায় তাদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ কর্মীরা।কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে ধান কেটেছেন তারা।
১১ মে বৃহস্পতিবার সকালে আগিয়া ইউনিয়ন বাট্রা গ্রামে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিনূর রহমান বাবলুর নেতৃত্বে প্রায় ২০ জন ছাত্রলীগকর্মী উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা গ্রামে দরিদ্র কৃষক সেলিম মিয়ার ২৪ শতক জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন।
মাঠে যতদিন ধান থাকবে,তারা পাশে ততদিন থাকবেন বলে জানিয়েছেন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, জাহিদুল হাসান পরশ, স্বাধীন, অরণ্য, রিদয়, সাকিব সাব্বির, সৈকব, সানি, রায়হান, মারুফ, তুহিন প্রমুখ।
Be First to Comment