নেত্রকোণার পূর্বধলায় সাংবাদিক সংগঠন পূর্বধলা প্রেসক্লাব এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে পূর্বধলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন—পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান। ইফতার মাহফিলে আলোচনা সভা পরিচালনা করেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ। পূর্বধলা প্রেসক্লাবের সদস্য, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান মিন্টু, পূর্বধলা জগৎমনির সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য দীপক রঞ্জন সরকার, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশীদ সরকার, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক তালুকদারসহ অত্র সংগঠনের সদস্য, স্থানীয় সাংবাদিক সংগঠন ও ক্রীড়া সংগঠনের সদস্যরা।
Be First to Comment