পূর্বধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলামূলগাঁও ইউনিয়নে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (০৩ জানুয়ারি)। নির্ধারিত সময় শেষে ১২ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও ৪৯ জন সাধারণ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উল্লেখ ষষ্ঠ ধাপে পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের তফসিল ঘোষণা হয়েছে এতে জানুয়ারির ৩ তারিখ মনোনয়ন জমাদানের শেষ দিন, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদবদ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
Be First to Comment