নেত্রকোনা পূর্বধলা উপজেলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় গভীর রাতে খেটে খাওয়া ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে এ বিতরণ করেন। কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষেরা কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ সময় মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ জানান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই প্রচন্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- যুবদল নেতা আনোয়ার, যুবদল নেতা জনি চৌধুরী, যুবদল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা ইউছুফ আহমেদ, আনন্দ মোহন কলেজ ছাত্রদল নেতা ইকবাল কবীর পিয়াস, উপজেলা ছাত্রদল নেতা জিয়াউল হক শিমুল, ছাত্রদল নেতা রাশেদ রাব্বি, ছাত্র নেতা শয়ন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Be First to Comment