দর্পন ডেস্কঃ পূর্বধলায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য পূর্বধলা ইউপি কার্যালয়ের প্রাঙ্গনে সোমবার (২ নভেম্বর) উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা সদর ইউনিয়নের ৩টি ব্লকে ৩ হাজার ৮শ ৭২ জন কৃষকের মাঝে ১শ ৬৫ জনকে নির্বাচন করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মঞ্জুরুল আলম, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম খান, মোঃ আশরাফুল আলম, জাহিদ ইকবাল সিজার, ইউপি সচিব নিজাম উদ্দিন, ইউপি সদস্যবৃস্দসহ বিভিন্ন কৃষকগণ উপস্থিত ছিলেন,
উল্লেখ্য, তিন স্তরে ১৬৫ জন (বড়-১৫, মাঝারি-৫২, প্রান্তিক-৯৮) নির্বাচিত কৃষক সরকারিভাবে আমন ধান সংগ্রহ করতে পারবেন।
Be First to Comment