দর্পন প্রতিনিধি: ‘‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় পূর্বধলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সমবায় অফিসার উছমান গণি, পরিসংখ্যান অফিসার জয়শ্রী পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মহসিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহা করুণ চন্দ্র প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
Be First to Comment