দর্পন প্রতিনিধি: শৈশব থেকেই গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত ও স্কুলের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে সারাদেশের ন্যায় পূর্বধলা উপজেলার ৬টি ক্লাস্টারে ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয়। তাদের প্রত্যক্ষ ভোটে ৭টি পদে নির্বাচিত হয় স্টুডেন্ট কাউন্সিল।
প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সহযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম জানান, এ নির্বাচনের মধ্য দিয়ে শিশুদের গণতন্ত্রচর্চা ও নেতৃত্বের বিকাশ ঘটবে।
Be First to Comment