দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় আগিয়া উচ্চ বিদ্যালয় থেকে অবসর ও মৃত্যুবরণকারী শিক্ষক-কর্মচারি এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী। বিশেষ অতিথি ছিলেন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, সাবেক আগিয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রি প্রদান করা হয়।
Be First to Comment