দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দিকে ময়মনসিংহ-বিরিশিরি রোডের আতকাপাড়া নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নাসির পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শীজকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ-বিরিশিরি রোডের আতকাপাড়া নামক এলাকায় মেসার্স গিরিপথ তেলের পাম্পের দক্ষিণ পাশে জমিতে কাজ করে ধানের চারা নিয়ে রাস্তার পারাপার হতে গেলে জারিয়াগামী বেপরোয়া ট্রাকটি চাপা দেয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৬৬৩৩) আটক করে পূর্বধলা থানায় নিয়ে আসা হয় কিন্তু ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Be First to Comment