দর্পন প্রতিনিধি: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ এ মো. জিহান মিয়া ভাবসংগীত ও লোকসংগীত বিষয়ে অংশগ্রহণ করে খ-বিভাগে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। গত ১৬ জানুয়ারি বিদ্যাময়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
জিহানের বাবা পূর্বধলা উপজেলার জামতলা এলাকার ব্যাবসায়ি এনামুল হক হলুদ ও মাতা মোছা. জিকুরুন্নাহার। সে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ী জিহান চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিহানের গানের শিক্ষক অতীন্দ্র চন্দ্র দাস চূড়ান্ত পর্যায়ে জিহানের সাফল্যের ব্যপারে আশাবাদী। এ জন্য তিনি বেশি বেশি অনুশীলন করে ছোটখাট ত্রুটিগুলো দূর করতে বদ্ধ পরিকর। তার ছাত্রের সাফল্যের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
Be Fir to Comment