Press "Enter" to skip to content

পূর্বধলা-নেত্রকোণা রোডে সিএনজি চলাচল বন্ধ

দর্পন প্রতিনিধি: নেত্রকোণা-পূর্বধলা জেলা সড়কে চলাচলকারী সিএনজি চালকদের মারামারির ঘটনায় ঔ রোডে সিএনজি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এই রোডে চলাচলকারী স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকুরীজীবি ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। যাত্রীরা সময় ও ভাড়া বেশি দিয়ে অন্য বাহন দ্বারা আসা-যাওয়া করতে বাধ্য হচ্ছেন জেলা শহরে।


ভুক্তভোগীরা জানিয়েছেন, গতকাল সোমবার (৬ জানুয়ারি) পূর্বধলা সিএনজি স্টেশনের চালককে নেত্রকোনা সিএনজি স্টেশন চালক কর্তৃক মারধরের ঘটনায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকেই সিএনজি চলাচল বন্ধ রয়েছে। চালকদের মারামারিকে ঘিরে দু’পক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই নিয়ে উভয় স্টেশনের নেতাদের সালিশী বৈঠক করেও কোনো সমাধান হয়নি।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.