দর্পন প্রতিনিধি: সারাদেশের মতো নেত্রকোণার পূর্বধলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সবকটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের বই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।
বই বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ পারভীন আক্তার, সহকারি শিক্ষা অফিসার রিমু আক্তার, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুল হক বাবুল, সহকারি শিক্ষক অন্যন্য দে, বিমল চন্দ্র দাস, অজয় সিনহা প্রমুখ।
Be First to Comment