দর্পন প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) পূর্বধলা পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন ও বিআরডিবি চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Be First to Comment