নেত্রকোনার পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওঃ আমিনুল হক লিমন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূ্র্বধলা উপজেলা শাখার সেক্রেটারি মুফতি নোমান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওঃ আলমগীর হোসাইন মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান সানি, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাশিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি মুফতি ওমর ফারুক ওফা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওঃ মাজহারুল ইসলাম প্রমুখ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রায় ১৬ বছর পর মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি।
দীর্ঘ ১৬ বৎসর আওয়ামী দুঃশাসন জুলম ও শোষণের মাধ্যমে দেশের জনগণকে বিভক্ত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আজ দেশের ছাত্র জনতার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করে ২য় বারের মতো দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি সম্প্রতি বজায় রাখার দায়িত্ব আমাদের। এদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, সাংবাদিক নূর উদ্দিন মন্ডল দুলাল, ডাঃ শহিদুল্লাহ, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম খান, পূর্বধলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আল মনসুর, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান, মাটি ও মানুষ পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরুল ইসলাম, সাংবাদিক জিয়াউর রহমান, আজকের আরবান এর স্টাফ রির্পোটার নাহিদ আলম, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্ছু, দৈনিক ভোরের অপেক্ষার উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান তালুকদার, ঢাকা পোষ্ট ৭১ এর উপজেলা প্রতিনিধি রুহুল সরকার প্রমূখ।
এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পাঠ করা হয়েছে। শেষে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ।
Be First to Comment