নেত্রকোনার পূর্বধলায় হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
বুধবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার জামতলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে ষ্টেশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, সদস্য সচিব এম এন হুদা ফিরোজ আকন্দ, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মনসুর আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিকরে গণহত্যার নির্দেশদাতা দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবী করেন।
Be First to Comment