উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে পূর্বধলাতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২১ এপ্রিল, রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. খবিরুল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।
শুধুমাত্র অনলাইনে মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী।
প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, শিল্পপতি আসাদুজ্জামান নয়ন ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু।
ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মো: হারুন অর রশীদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হাসান শরাফ, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত রঞ্জন সরকার, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আরশাদ মিয়া,উপজেলা যুবলীগ নেতা মো: রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হারাধন চন্দ্র সুত্রধর আরাধন,জেলা পরিষদের সাবেক সদস্য মো: শহিদুল ইসলাম শহিদ ও শফিউল ইসলাম।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ, জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার, নমিতা রানী পাল, মুক্তিযোদ্ধার সন্তান মোছা: সাফিয়া খাতুন, শারমীন আক্তার ও রোজিনা আক্তার।
আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Be First to Comment