নেত্রকোণা পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল, দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো , পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ সংসদ (পূর্বধলা) আসনের সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল হাসান । সভা পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রধান শিক্ষাকগণ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ গণমাধ্যম কর্মীগণ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ভৌগোলিক অবস্থানগত কারনে বাংলাদেশে প্রতিবছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রায় সারা বছরই বাংলাদেশকে কোন না কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। সঠিক সময়ে যথাযথ প্রস্ততি গ্রহন করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
Be First to Comment