নেত্রকোনার পূর্বধলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রস্তুতিমূলক সভা আজ (৩ মার্চ) রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আলহাজ মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মফিজ উদ্দিন ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, পূর্বধলা সরকারি কলেজ’র প্রভাষক মোঃ জহিরুল ইসলাম,পূর্বধলা বালিকা বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল প্রমুখ।
এ সময় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Be First to Comment