নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে ভারসাম্যহীন নারী হালিমা খাতুন (৮৫) ঘটনাস্থলেই মারা যান । মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বধলা বাজারের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমান এর স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটের দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পূর্বধলা থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানায় নিয়ে আসেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Be First to Comment