বিএনপিসহ দেশ বিরোধী অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার পূ্র্বধলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পূ্র্বধলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পূ্র্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূ্র্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূ্র্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, পূ্র্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন খান, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম তালুকদার টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশাররফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক বাবুল, সাবেক ছাত্রনেতা সুকান্ত সরকার রঞ্জন, শহিদুল ইসলাম আঙ্গুর, লুৎফুর রহমান, মুকুল কায়সার আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন খোকন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবুল মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ হাসান শরাফ, সহ-সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজুয়ান মাসুদ প্রমূখ।
Be First to Comment