দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ রবিবার (৩ ডিসেম্বর ) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজের কার্যালয়ে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নেত্রকোনা-৫ আসনে মোট ৬ জনের মনোনয়নপত্র যাচাইয়ের পর ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাঁরা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আপিল করতে পারবেন। এদিকে, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত অবৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা।
স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘১ ভাগ ভোটারের সমর্থন নিয়ে জমা দেওয়া তালিকায় ত্রুটি রয়েছে বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আপিল করবেন বলে জানান। এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীগণ হলেন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ ও তৃনমুল বিএনপির আব্দুল ওয়াহ্হাব হামিদী।
Be First to Comment