জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় পূর্বধলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগের ব্যানারে ১৬১,নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নির্দেশে উপজেলার হেলিপ্যাড মাঠে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পূর্বধলা বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় হেলিপ্যাড মাঠে এসে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালাকান্দা ইউপি সদস্য, দিদারুল ইসলাম শামীম।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের জনগণ বিএনপি-জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই নির্বাচনকে প্রতিহত করে তারা ভিন্ন পন্থায় ক্ষমতায় যেতে চায়। তবে তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না। দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার পাশে আছে। ফলে বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।’
এসময় উপস্থিত ছিলেন হোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, বিশকাকুনী ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান মোশারফ, গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান খোকন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম তালুকদার, আওয়ামী নেতা এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজিবর, বিশকাকুনী ইউনিয়নের সভাপতি কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক সুভাষ, যুবলীগ নেতা মুকুল কায়সার, শহীদুল ইসলাম আঙ্গুর, যুবলীগ নেতা এনামুল হক এন্টাস, মনি মন্ডল, সারোয়ার হোসেন খোকন, ছাত্রলীগের সহসভাপতি বদরুল আলম ঝুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়কোবাদ খোকন প্রমুখ।
Be First to Comment