নেত্রকোণার পূর্বধলা রেল স্টেশন প্লাটফর্মের নিচু জায়গা পাকা করণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে দুই লক্ষ টাকা ব্যায়ে এ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মের সামনে গর্তে পানি জমে কাদা কন্দকে পরিণত হয়ে জনগণের দুর্ভোগের সীমা ছিল না।
অবশেষে উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে সেই রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধনের মধ্য দিয়ে একটা জনদুর্ভোগের পরিসমাপ্তি ঘটবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, স্টেশনের বুকিং সহকারি মোঃ আব্দুল মোমেন, ইউপি সদস্য মোঃ ইসলাম উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Be First to Comment