নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল পালুয়ান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নেত্রকোনা দূর্গাপুর উপজেলা গাওকান্দি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে, তিনি ওই গ্রামের মৃতঃ নছর পালুয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রুবেল পালুয়ান নিজ বসত ঘরে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ট্রলার যোগে জারিয়া জানজাইল নিয়ে যায়, সেখানে পর্যাপ্ত চিকিৎসা না থাকায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Be First to Comment