নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামধলা বাজার ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাটের কংশ নদীতে বুধবার (০৫ জুলাই) বিকেলে ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার রাজীব উল আহসান জানান, জেলার পূর্বধলা উপজেলার জামধলা বাজার ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ উপলক্ষ্যে আজ বুধবার বিকাল সাড়ে ৫টা দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিন চালিত নৌকাটি রওনা হয়ে কংশ নদীর মাঝ খানে পৌছা মাত্রই কাৎ হয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোক জনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবী এখনো তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি নৌকা ডুবির কথা স্বীকার করে বলেন, নৌকার বেশীর ভাগ যাত্রী সাতরায়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
Be First to Comment