২৬ জুন (সোমবার) বেলা সাড়ে ১১ টায় পূর্বধলা হেল্পলাইনের আয়োজনে জারিয়া-ঝাঞ্জাইল টু ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্লাটফর্ম ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে র্যালি অনুষ্ঠিত হয়, র্যালিটি স্টেশান বাজার হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিমুখে রওনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে ও স্টেশন সুপারের নিকট রেলমন্ত্রী ও রেল সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় আন্তঃনগর ট্রেনের দাবি জানিয়ে বক্তারা বলেন, পূর্বধলা ও দুর্গাপুরবাসীর প্রাণের দাবি। ঢাকা থেকে পূর্বধলা ও দুর্গাপুর দুরত্ব অনেক বেশি হওয়ায় এর প্রয়োজনীয়তা অত্যাধিক। এসময় বক্তারা অবিলম্বে আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান।
পূর্বধলা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বধলা থানার ওসি মো: সাইফুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মো: এমদাদুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি মো: জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, শরিফ একাদশের আজিজুল বারী শরিফ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ পূর্বধলা হেল্পলাইনের মডারেটর রবি, শাহাজান আকন্দ, নাহিদ, মামুন, অলী,আলমগীর, ফাহিম প্রমুখ।
স্মারকলিপি গ্রহণের পর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স দ্রুততার সাথে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে আন্তঃনগর ট্রেনের দাবি জানিয়ে আসছে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার মানুষ। আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দেয়ার পড়েও অনেক দিন অতিবাহিত হয়ে গেছে ।
Be First to Comment